ঢাকা: এখন ৫০০ টাকায় যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত উপভোগ করা যাচ্ছে রাজধানীর বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ডের সব রাইড ও গেমস।
টগি ওয়ার্ল্ডে রয়েছে—জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেনসহ মোট ১৫টি রাইড, ৪৩টি গেমস, ৩টি সফট প্লে গ্রাউন্ড এবং একটি ৮ লাইনের কিডস বোলিং।
বসুন্ধরা সিটি শপিংমলের ৮ ও ৯ তলায় প্রায় ৩৭ হাজার বর্গফুট আয়তনের দুটি বিশাল ফ্লোর নিয়ে সাজানো টগি ওয়ার্ল্ড করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সাড়ে ৪ মাস পর খোলার সঙ্গে সঙ্গে বিনোদনকেন্দ্রটিতে শিশু-কিশোররা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে টগি ওয়ার্ল্ডে গিয়েই চোখে পড়লো শিশুদের এক ভিন্ন রাজ্য। কেউ নাগরদোলায়, কেউ ঘোড়ার পিঠে, কেউ বাম্পার কারে চড়ে উচ্ছ্বসিত।
টগি ওয়ার্ল্ডের ম্যানেজার (অপারেশন্স) মোহাম্মদ মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়েছিল টগি ওয়ার্ল্ড। সাড়ে ৪ মাস পরে গত ১৯ আগস্ট খুলেছে। খোলার সঙ্গে সঙ্গে শিশুরা তাদের অভিভাবকদের নিয়ে হাজির হয়েছেন টগি ওয়ার্ল্ডে।
দীর্ঘ দিন পরে মা-বাবার সঙ্গে টগি ওয়ার্ল্ডে এসেছিল ছয় বছরের আশিক। টগি ওয়ার্ল্ড এসে আনন্দে মেতে উঠেছে সে। ৮ বছরের সাবিনা বললো, টগি ওয়ার্ল্ড খোলার খবর পেয়েই চলে এসেছি। খুব ভালো লাগছে!
টগি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, টগি ওয়ার্ল্ডে প্রবেশ ফি জনপ্রতি ১০০ টাকা। আর চার ফুটের কম উচ্চতার শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের সুযোগ। রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এলে ৫০০ টাকায় সবগুলো রাইড ও সবগুলো গেমস উপভোগ করতে পারছে শিশুরা।
তবে এসব রাইড ও গেমস সরকারি ছুটির দিনসহ শুক্র ও শনিবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপভোগ করা যাবে ৬০০ টাকায়। সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার।
সন্তানদের নিয়ে টগি ওয়ার্ল্ডে আসা অভিভাবক আসাদুর রহমান বলেন, করোনার কারণে কোথাও যাওয়া হয় না। দীর্ঘদিন পরে টগি ওয়ার্ল্ড খোলার খবর পেয়ে বাচ্চাদের নিয়ে চলে এসেছি। ওরা এখানে এসে খুবই আনন্দিত।
টগি ওয়ার্ল্ডের অপারেশন ম্যানেজার মাকসুদুর রহমান আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে টগি ওয়ার্ল্ড বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পরে চালু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে রাইড ব্যবহার করা হচ্ছে।
রাজধানীতে চার দেয়ালে বন্দী জীবন আর মাঠবিহীন বিদ্যালয়ে লেখাপড়া করা শিশুদের জন্য প্রতিষ্ঠার পর থেকে টগি ওয়ার্ল্ড হয়ে উঠেছে বিনোদনের অন্যতম প্রিয় স্থান।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসই/এমজেএফ