ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

৩০ লাখ টিকা দিতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ: ইতো নাওকি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
৩০ লাখ টিকা দিতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ: ইতো নাওকি ৩০ লাখ টিকা দিতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ: ইতো নাওকি

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, ৩০ লাখ টিকা দিতে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।  

শনিবার (২১ আগস্ট) এক বার্তায় তিনি এ কথা বলেন।

ইতো নাওকি বলেন, জাপানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার চতুর্থ দফায় ৭ লাখ ৮১ হাজার ৪০০ টিকা ঢাকায় পৌঁছেছে। আগামী শনিবার ৩০ লাখ টিকার শেষ চালান ঢাকায় আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে চার দফায় প্রায় ২৫ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে। দেশটি বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ টিকা দেবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।