ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে তুরাগ নদে নেমে ২ কিশোর নিখোঁজ

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
সাভারে তুরাগ নদে নেমে ২ কিশোর নিখোঁজ ফাইল ছবি

সাভার (ঢাকা): সাভারের কাউন্দিয়া ত্রিরিশ ফিটের বালুর চর এলাকায় তুরাগ নদে নেমে ২ কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো- আলভী ও রিয়াদ। তাদের বয়স ১২-১৪ বছরের মধ্যে বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মিরপুর এলাকা থেকে ছয় জনের একটি কিশোর দল কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আসে। খেলা শেষে পাশেই তুরাগ নদের একটি শাখা নদে গোসল করতে নামে সবাই। এ সময় কিশোর আলভী ও রিয়াদ পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়া উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।  

এ বিষয়ে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাহ আলম বাংলানিউজকে বলেন, রোববার (২১ আগস্ট) সকাল ৭টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করবে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।