কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও ভারতীয় স্কাফ সিরাপসহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- সামিউল ইসলাম সানি ব্যাপারী (২৫), আরিফুল ইসলাম আপেল (২৫) ও আব্দুল হামিদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শুক্রবার (২০ আগস্ট) দিনগত গভীররাতে উপজেলার দেওয়ানের খামার গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত ইউসুফ আলী ব্যাপারীর ছেলে সামিউল ইসলাম সানি ব্যাপারী ও ইউনুছ আলীর ছেলে আরিফুল ইসলাম আপেল নামে দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ দশমিক ৭ গ্রাম হিরোইন ও ২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এছাড়া ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মাদক কারবারী আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় আব্দুল হামিদকেও আটক করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এফইএস/এমআরএ