জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে নিজ ঘর থেকে লিটন মিয়া (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
লিটন ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনালে করম আলীর হোটলে কর্মচারীর কাজ করতেন লিটন। শুক্রবার (২০ আগস্ট) রাতে তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে কর্মস্থলে না গেলে হোটেল মালিক আলী তাকে ডাকতে বাড়িতে আসেন।
এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে লিটনকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে লিটনের হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় মরদেহ মেলে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসআরএস