নারায়ণগঞ্জ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, আজ এই জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি স্মরণ করছে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ ২৪টি ঝরে যাওয়া প্রাণকেও।
শনিবার (২১ আগস্ট) বিকেলে আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যেগে আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতের স্বরণে উপজেলার এস এম মাজহারুল হক অডিটরিময়ামে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার বিচার কী এই বাংলার মাটিতে হত? শেখ হাসিনা তা করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার কী বাংলার মাটিতে হত, কারও সাহস ছিল। শেখ হাসিনা করেছেন। আমি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ আলোচক ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুব্রত পালসহ দলীয় নেতা কর্মীরা।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
কেএআর