ঢাকা: বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার অবিলম্বে নিস্পত্তির দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
দিবসটি উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষক নেতা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান,অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, খন্দকার মাহমুদ আলম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আ ন ম সাইফুদ্দিন শাহীন, অধ্যক্ষ নুর হোসেন কামরুজ্জামান, নারায়ণ চন্দ্র, এ কে এম ওবায়দুল্লাহ, আফসার আলী, জাকির হোসেন, ইকবাল হোসেন, আফসার আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার সম্পন্ন করে খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। আলোচনা সভা শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এমআইএইচ/কেএআর