মাগুরা: মাগুরায় দীর্ঘদিন ধরে মাগুরা টেক্সটাইল মিল বন্ধ থাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে ভেতরে সাংবাদিক প্রবেশ, ছবি তোলা ও তথ্য দেওয়াও নিষেধ। উপর মহলের এমনই নির্দেশনার কথা জানালেন দ্বায়িত্বে থাকা হিসাবরক্ষক শরিফুল ইসলাম।
তবে অভিযোগ রয়েছে মাগুরা টেক্সটাইল মিল বন্ধ থাকায় সরকারি সম্পতি দায়িত্বরত কর্মকতা ইচ্ছা মত বিভিন্ন কোম্পানি ও বাসা বাড়ি ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এছাড়া দীর্ঘদিন টেক্সটাইল মিল বন্ধ থাকায় মিলের মেশিনগুলোতে ধরেছে মরিচা। অকেজ হয়ে গেছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ।
শনিবার (২১ আগস্ট) সকালে ভায়না টেক্সটাইল মিলে সংবাদ সংগ্রহে গিয়ে ভেতরে আটকে পড়েন কয়েকজন সাংবাদিক। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন মাগুরা টেক্সটাইল মিল বন্ধ থাকায় জেলায় সৃস্টি হয়েছে বেকারত্ব। তাছাড়া বিভিন্ন কোম্পানির কাছে সরকারি গুদাম ঘর ভাড়া দিয়ে অর্থ আত্নসাতের অভিযোগ রয়েছে।
বন্ধ টেক্সটাইল মিল রক্ষণাবেক্ষণের নামে চলছে হরিলুট। অবৈধ উপায়ে গুদাম, বাড়ি ভাড়া দেওয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করছেন এলাকাবাসী।
সচেতন মহল বলছেন মাগুরায় শিল্প কলকারখানা বলতে এই টেক্সটাইল মিল ছিল, তাও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। টেক্সটাইল মিলটি চালু করা গেলে জেলার বেকারত্ব কমবে।
মাগুরা জেলা প্রশাসক ডাক্তার আশারাফুল আলম বাংলানিউজকে বলেন, সরকারি আইন না মেনে যদি গুদাম ঘর ভাড়া ও বাড়ি ভাড়া দিয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
কেএআর