ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

অসুস্থ বৃদ্ধার চিকিৎসা শেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
অসুস্থ বৃদ্ধার চিকিৎসা শেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে পায়ে পচনধরা অসুস্থ বৃদ্ধার চিকিৎসা শেষে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। মানুষিক ভারসাম্যহীন বৃদ্ধার নাম পরিচয় বা তার স্বজনদের ঠিকানাও জানা যায়নি।

শনিবার (২১ আগস্ট) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মিরপুর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়।  

জানা যায়, পায়ে পচন ধরে গুরুতর অসুস্থ্য এ বৃদ্ধা চলাফেরা ঠিকমতো করতে পারছিলেন না। বিষয়টি স্থানীয় ইসমাইল হোসেন, আব্দুর রহিম ও শামীম রেজার নজরে এলে তারা স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাক জানায় এবং ১৫ আগস্ট বৃদ্ধাকে উদ্ধার করে তারা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হাসপাতালে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলেও নিজের নাম-পরিচয় বলতে পারছেন না ওই বৃদ্ধা। পরে ঢাকার মিরপুর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের সঙ্গে যোগাযোগ করে শনিবার ওই বৃদ্ধাকে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।