ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

‌‌‘মাতৃভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করতেন বঙ্গবন্ধু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
‌‌‘মাতৃভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করতেন বঙ্গবন্ধু’ অধ্যাপক ড. আতিউর রহমান

ঢাকা: মাতৃভাষার প্রতি বঙ্গবন্ধুর অগাধ প্রেম ছিল। ভাষার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন।

পাশাপাশি দেশের নাগরিকদের অন্য ভাষায় কথা বলাকে আধুনিক মনে না করে মাতৃভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করেছেন তিনি।

শনিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

তিনি বলেন, শিক্ষিত তরুণদের কেন্দ্রে রেখেই বঙ্গবন্ধু রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে একেবারে ছোটবেলা থেকেই ভেবেছেন। ধীরে ধীরে তা জানা যাবে। প্রাক স্বাধীনতা পর্বেও তিনি নানা শিক্ষা আন্দোলনে যুক্ত ছিলেন। শিক্ষিত তরুণদের কেন্দ্রে রেখেই বঙ্গবন্ধু রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

তিনি বলেন, জাতীয় পাঠ্যপুস্তক নিয়ে বাংলা একাডেমি বা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় তেমন কোনো উদ্যোগ নেয়নি। এটার জন্য আমরাই দায়ী। বঙ্গবন্ধুর ছিল সততা, নিষ্ঠা ও সাহস তাই তিনি হয়েছেন জাতির পিতা, বাংলার স্বাধীনতার নায়ক। আর আজকে আমরা সৎ, জ্ঞানী না হয়ে ধূর্ত ও চালাক হচ্ছি, উদার মনের মানুষ না হয়ে বিশিষ্ট হতে চাই।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফখরুল আলম বলেন, বঙ্গবন্ধুর উন্নত শিক্ষাভাবনা আমলে নিলে শিক্ষক-শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, ঠিক তেমনই জাতিও সুন্দর পথে এগোবে। তাই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হলে বঙ্গবন্ধুর কাছেই ফিরে যেতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির রিসার্চ ফেলো হাসান নিটোলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সসের (কারাস) পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা (আইইআর) অনুষদের অধ্যাপক ড. মো. আব্দুল মালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১ 
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।