ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সনাতন ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে সনাতন ধর্মের নেতারা অংশ নিয়েছেন।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রতিভা বাগচী।

সংবাদ সম্মেলনে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, ১০ হাজার বছরের পুরনো সনাতন ধর্ম নিয়ে একটি চক্র নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ওই চক্রের সঙ্গে দেশি-বিদেশি কিছু ষড়যন্ত্রকারী যুক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত রয়েছে। চক্রটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তারা আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকারকে বিব্রত করা, যাতে করে ঐতিহাসিকভাবে প্রমাণিত আওয়ামী সমর্থকরা সরকারের ওপর বিরক্ত হয়ে ওঠেন। চক্রটির এসব হীন তৎপরতায় হিন্দু ধর্মালম্বীদের ২৩টি সংগঠন চরম উদ্বিগ্ন।

আরও বলা হয়, আমরা মনে করছি তাদের অপতৎপরতা সফল হলে হিন্দু সমাজের মধ্যে সংঘাত-গৃহবিবাদ অনিবার্য। অতীতে তাদের এসব অপচেষ্টা বন্ধে অনুরোধ জানালেও চক্রটির অপতৎপরতা থেমে নেই। চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

সংবাদ সম্মেলনে হিন্দু আইন সংশোধন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জেকে পাল, হিন্দু আইন সংশোধন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড জয়া ভট্টাচার্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব অ্যাড লাকী বাছার, হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, প্রণব মঠ ঢাকার অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ, ব্রাহ্মণ সংসদের মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, ইসকনের ফুড ফর লাইফ এর পরিচালক রূপানুগ গৌরদাস ব্রহ্মচারী, সৎসংঘ বাংলাদেশের সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকার, সনাতন বিদ্যার্থী পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব বৈদ্য, হরিগুরু সেবা সংঘের সভাপতি নির্মল ঠাকুর, সনাতন ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর দাস, বাংলাদেশ সেবা সংঘের সাধারণ সম্পাদক লায়ন বিমল শীল, বৈদিক সমাজ বাংলাদেশ সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাধারণ সম্পাদক সাজন মিশ্রসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।