প্রণব মঠ ঢাকার অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ বলেন, আইন সংস্কারের নামে মন্দির ভেঙ্গে ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালিয়ে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর ষড়যন্ত্রে নেমেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও শাহীন আনাম গং। এর মাধ্যমে তারা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রমাণ করতে চায়।
রবিবার (২২ আগস্ট) হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মীয় সংগঠনের সমন্বয়ে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বামী সঙ্গীতানন্দ মহারাজ বলেন, মাহফুজ আনামরা সরকার ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরাতে তৎপর। তারা চায় হিন্দু সম্প্রদায়কে সরকারের প্রতিপক্ষ বানাতে। এজন্য তারা আইন সংস্কারের নামে চক্রান্তে নেমেছে। কিন্তু বাস্তবতা হল আমাদের সনাতন ধর্মে অন্য ধর্মের কেউ হাত দেওয়ার অধিকার নেই। এই সনাতন ধর্ম হাজার বছর ধরে নিজস্ব নিয়মে চলে আসছে। এখানে অন্য ধর্মের কেউ হাত দেওয়ার অধিকার নেই। আমরাও অন্য ধর্মে হাত দিতে চাই না। এটাই প্রাকৃতিক নিয়ম।
তিনি বলেন, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে আমাদের সনাতন ধর্মে হাত দেওয়ার অধিকার মাহফুজ আনামের নেই। হাজার হাজার বছর আমাদের হিন্দু ধর্ম নিজস্ব নিয়মকানুন মেনে সনাতন পদ্ধতিতে চলে আসতেছে। মাহফুজ আনামরা আমাদের ধর্মে নারীর অধিকারের কথা বললেও বাস্তবতা হল এ ধর্মে কারো অধিকার কখনো খর্ব হয় নাই। তারা সনাতন ধর্মের আইনের অপব্যাখ্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন। হাজার হাজার বছর ধরে সুশৃংখলভাবে চলে আসা সনাতন ধর্মের বিরুদ্ধে মাহফুজ আনামরা চক্রান্তে নেমেছেন। তারা সরকার ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলমান সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন।
সঙ্গীতানন্দ মহারাজ বলেন, এদেশে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সু-সম্পর্ক বজায় রেখে চলছে। এটা তাদের সহ্য হচ্ছে না। তাই মাহফুজ আনামরা চক্রান্তে নেমেছেন সে সম্পর্কে যাতে নষ্ট হয়ে যায়।
তিনি বলেন জননেত্রীর বাংলাদেশ আমরা অত্যন্ত সুন্দরভাবে জীবন যাপন করে আসছি। সরকারের এজন্য তাদের গা জ্বালাপোড়া করছে। তাই আইন সংস্কারের নামে সরকারের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে তারা। আমরা বলতে চাই যদি সংস্কার করতে হয় সনাতন ধর্মের রীতি অনুযায়ী হবে। যদিও এ ধরনের কোনো কিছুরই আমাদের দরকার নেই।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
নিউজ ডেস্ক