ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নান্দাইলে কীটনাশক পানে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
নান্দাইলে কীটনাশক পানে শিশুর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামে কীটনাশক পানে নোমান (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২২ আগস্ট) সকালে বাংলানিউজকে বিষয়টি জানান নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নোমান ওই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।  

মৃত শিশুর চাচা হাবিব মিয়া জানান, শশা ক্ষেতের পোকা-মাকড় দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে ঘরের এক কোণে রাখেন নোমানের বাবা খোরশেদ। শনিবার (২১ আগস্ট) সবার অজান্তে ওই কীটনাশক পান করে ফেলে অবুঝ নোমান। সন্ধ্যার পর সে বমি করতে শুরু করলে বিষয়টি পরিবারেরর সবার নজরে আসে। তাৎক্ষণিকভাবে স্বজনরা শিশুটি নিয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে নোমানকে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১টার দিকে নোমানের মৃত্যু হয়।

ওসি মিজানুর রহমান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নোমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।