পঞ্চগড়: ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসা নিরব (৮) নামে একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে জেলা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ওই স্টেশন এলাকার সিএমবি রাস্তার সামনে স্থানীয় ব্যবসায়ী মাসুদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
শিশুটির ভাষ্য মতে জানা গেছে, সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার আমতলী চান্দুরা এলাকার আজাদ আলীর ছেলে। মায়ের নাম লায়লা বেগম। দুই ভাই এক বোনের বড় সে। ছোট ভাইয়ের নাম ইসমাইল (৩) ও বোনের নাম দিরা মনি (৫)। চাচার নাম দুলু ও চাচাতো ভাই বোনের নাম মিম, আকাশ। এছাড়া অন্য কিছু বলতে পারছে না ওই শিশুটি।
গালামাল ব্যবসায়ী মাসুদ বাংলানিউজকে বলেন, শিশুটি শনিবার (২১ আগস্ট) রাত ১০টার পর সিএমবি রাস্তার সামনে কান্না করছিল। দোকান থেকে শিশুদের কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে জানতে পারি সে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পঞ্চগড়ে চলে এসেছে। পরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে রাতের খাওয়া-দাওয়া করানো হয়। তাকে জিজ্ঞেস করলে তার নাম নিরব বলে জানায়। পরে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে বলেন, শিশুটির তথ্যমতে খোঁজ-খবর নিয়ে তার পরিবাররের সন্ধান মিলেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিবারের লোকজন আসার পর সব কাগজপত্র দেখে সোমবার (২৩ আগস্ট) শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস