ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে বাসচাপায় অটোরিকশার চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
ঘাটাইলে বাসচাপায় অটোরিকশার চালক নিহত 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাসের চাপায় শামীম (৩৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

 

রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে।  

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার জানান, সকালে পোড়াবাড়ী এলাকায় ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস অপর দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শামীম মারা যান। এসময় আহত হন অটোরিকশার এক যাত্রী। আহত ওই যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।