নীলফামারী: নীলফামারীতে দুই কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২২ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার দু’জন হলেন- জেলা সদরের টুপামারী ইউনিয়নের আকবর আলীর ছেলে ওমর ফারুক (২৬) ও রমেশ দাসের ছেলে জাদব রায় (২৫)।
অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ আগস্ট) রাতে জেলা শহরের বাসটার্মিনাল এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ ফারুক ও জাদবকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস