ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মোবাইল গ্রাহকদের অভিযোগ শুনছে বিটিআরসি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
মোবাইল গ্রাহকদের অভিযোগ শুনছে বিটিআরসি 

ঢাকা: কলড্রপ, ইন্টারনেটের ধীরগতি, কলরেট কমানো, অব্যবহৃত ডাটা ফেরত, মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকসহ সংশ্লিষ্টদের অভিযোগ নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে অনলাইনে এ ভার্চ্যুয়াল গণশুনানি সঞ্চালনা করছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

 

‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সম্পর্কিত বিষয়ে গণশুনানিতে সংশ্লিষ্ট সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা আগে থেকেই নিবন্ধন করেছেন।

গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।