সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ির আওতাধীন পাকড়াতলী চর থেকে মাছ ধরা জাল ও ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
রোববার (২২ আগস্ট) সকালে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন- ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২ নম্বর স্কিমের বঙ্কিম মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মণ্ডলের ছেলে শিকদার কৃষ্ণ, ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বাংলানিউজকে জানান, আটক ভারতীয় জেলেরা নানা কৌশলে দীর্ঘদিন সুন্দরবনের বাংলাদেশ অংশকে অবৈধভাবে বনজ ও মৎস্য সম্পদ আহরণ করে আসছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এনটি