চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বড় বলদিয়া এলাকা থেকে ১২ কেজি রূপার গহনাসহ নাজমুল ইসলাম (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালান বড় বলদিয়া ডিওপি টহল দল। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে নাজমুল ইসলামকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রূপার গহনা। একইসঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় পালিয়ে গেছে দুই পাচারকারী।
উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা। আটক পাচারকারীরকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ