ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাছ আন নূর (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মকিমাবাদ মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আনাছ আন নূর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। মা সাথী বেগমের সঙ্গে সে নানাবাড়ী বেড়াতে এসেছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহআলম।

মা সাথী বেগম জানান, সকালে বাড়ির পাশে খেলা করার সময় বিদ্যুতের তারের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় আনাছ আন নূর। টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বাংলানিউজকে জানান, শিশুটির স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে দুপুরের দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।