ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটের ইদিলপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
গোসাইরহাটের ইদিলপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত মো. দেলোয়ার হোসেন

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

রোববার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রজ্ঞাপন থেকে জানা যায়, পরিষদের প্রকল্প গ্রহণের আগে কোনো সভা না করা, এলজিএসপি প্রকল্প গ্রহণকালে উপকারভোগীদের নিয়ে সভা করার বিধান থাকলেও তা না করা, প্রকল্পের কাজ ঠিকাদারের মাধ্যমে না করে আত্মীয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা এবং ২০২১-২২ ভিজিডি চক্রে ইউনিয়ন কমিটি যাচাই-বাছাই করে অনুমোদিত ২৪০ কার্ডের অনুমোদিত তালিকার বাইরে ১২৫টি কার্ড অন্তর্ভুক্ত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। এজন্য চেয়ারম্যান দেলোয়ার হোসেনের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ইদিলপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য বলা হয়েছে।

তবে এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, আমি এখনও কোনো বরখাস্তের কাগজ পাইনি। লোকমুখে শুনেছি আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে কেন বরখাস্ত করা হয়েছে তা জানি না।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।