গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।
রোববার (২২ আগস্ট) এস কিউ সেলসিয়াস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
মজুরি কম দেওয়া ও শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ ও দাবিতে সকালে কর্মবিরতি পালন করে কারখানার মূল ফটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকরা জানান, হঠাৎ করে কাজের মজুরি কমিয়ে দেওয়া, অতিরিক্ত কাজের মজুরি না দেওয়া, শ্রমিকদের নিম্নমানের টিফিন সরবরাহ ও শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের দুর্ব্যবহারের ঘটনায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়াও মানবসম্পদ বিভাগের কয়েকজনের বিরুদ্ধে শ্রমিকদের ভয় ভীতি প্রদর্শন, নারী শ্রমিকদের হয়রানি ও গালিগালাজের অভিযোগ করেন শ্রমিকরা। তদন্ত করে কারখানার অসাধু কর্মকর্তাদের অপসারণ দাবি জানান তারা।
কারখানার শ্রমিক খাইরুল ইসলাম বলেন, হঠাৎ করে কোনো ঘোষণা না দিয়ে কাজের মজুরি কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ফরিদ মিয়া নামে এক শ্রমিক জানান, ১৪ ঘণ্টা কাজ করিয়ে মজুরি দেওয়া হয় ১০ ঘণ্টার। ছুটির দিনও কাজ করানো হয় শ্রমিকদের। অতিরিক্ত কাজ করানোর পর শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হয় না। শ্রমের মজুরি দিতে তারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে। প্রতিবাদ করলে চাকুরীচ্যুতির হুমকী ও ভয়ভীতি দেখানো হয়।
এ ব্যাপারে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কাজী ইকবাল হোসেন বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। বাৎসরিক বোনাসের টাকা আগামীকাল দিয়ে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার রুহুল আমীন বলেন, সকাল থেকেই কারখানায় বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে শ্রমিকরা। পরে তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়। তারা যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরএস/কেএআর