রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার মানিকের চরে থাকেন কফির উদ্দিন শেখ। ক'দিন আগে নদীর গর্ভে বিলীন হয়ে যায় তার ভিটেমাটি।
বসুন্ধরা গ্রুপ প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। সহায়তা পেয়ে কফির বলেন, ' আমরা এহন নিঃস্ব। এই সময়ে বসুন্ধরা চাল, ডাল দিছে তা আমাদের অনেক উপকার হইছে। আল্লাহ তারে ভালোবাসুক। তাদের আরো বাঁচায়া রাখুক'।
আবু তাহের মোল্লা নামের আরেক উপকারভোগী বলেন, 'নদীতে আমাদের সব ভেসে গেছে। এহন এই সাহায্য আমাদের অনেক দরকার। কিছুদিন শান্তিতে খাইতে পারব। আপনাদের ধন্যবাদ। আরো উন্নতি হোক'।
আজ সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী জেলার বাঘা উপজেলায় তাদের মতো ৩০০ নদীভাঙন কবলিত ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেয় শুভসংঘ। স্বাস্থ্যবিধি মেনে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের মাঠে এই সহায়তা দেওয়া হয়।
এ সময় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, দেশের অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে। কিন্তু মানুষের কল্যাণে খরচ করার মতো মানসিকতা বসুন্ধরা গ্রুপ দেখিয়েছে। তারা সারা দেশে দুই লাখের বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমাদের এলাকার নদীভাঙন কবলিত ৩০০ পরবারকেও সহায়তা দিয়েছে। তাই তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই দোয়া করবেন। তারা যেন আপনাদের আরো সহায়তা করতে পারে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ'র রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান।
বাংলাদেশ সময় ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসএস/এসআইএস