ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
বাগেরহাটে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় লোকমান আলী শেখ (৩০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির এক আরোহী।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দাস বিষয়টি বাংলানিউজকে জানান।  

নিহত লোকমান একই জেলার রামপাল উপজেলার উজলপুর গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে।

এসআই জয়ন্ত কুমার দাস জানান, সোমবার (২৩ আগস্ট) রাতে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় কাটাখালীগামী গরুবাহী একটি ভটভটি মোংলাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটির চালক ও আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ভটভটি চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।