ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতখানে অস্ত্র-ইয়াবাসহ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
দৌলতখানে অস্ত্র-ইয়াবাসহ দস্যু আটক অস্ত্র-ইয়াবাসহ আটক দস্যু ফজলু

ভোলা: ভোলার দৌলতখানে অস্ত্র-ইয়াবাসহ ফজলু (২৮) নামে এক দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।  

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে কোস্টগার্ড কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এসএম তাহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ফজলু একই জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসারনগর গ্রামের হাফেজ মাঝির ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে দৌলতখানের মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। সাত রাউন্ড গুলি বিনিময়ের পর দস্যুরা ফজলুকে আটক করা হয়। জব্দ করা একটি দেশীয় ওয়ান শ্যুটারগান, একচি দা, কাচি, ছুরি ও সাত পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।