ঢাকা: জীর্ণ শরীর, খুবই অসুস্থ। প্রতিবন্ধী লোকটির নাম খোকন (৫০)।
অসহায় অসুস্থ এ মানুষটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। লোকটিকে হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুনাক সভানেত্রীর সহায়তায় তাকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। খোকন এখন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুনাক'র ফেসবুক পেজে জুবায়ের শামীমের তথ্যের সূত্র ধরে অসুস্থ এ ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন সংগঠনটির সভাপতি জীশান মীর্জা। তার আন্তরিক অনুরোধে অসুস্থ লোকটির খোঁজে নেমে পড়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী।
অবশেষে অনেক খোঁজাখুজির পর রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনে খোকনকে পাওয়া যায়। পরে রোববার (২২ আগস্ট) রাতে তাকে উদ্ধার করে সহকর্মীদের নিয়ে খোকনের পোকা ধরা দুর্গন্ধযুক্ত পায়ের ক্ষতস্থান পরিচর্যা করেন ওসি। এরপরই পুনাক সভাপতির সহায়তায় ভর্তি করা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। খোকন এখন হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকের বরাত দিয়ে এআইজি সোহেল রানা জানান, এ মুহূর্তে তার (খোকন) পচন ধরা পায়ের অপারেশন জরুরি নয়। শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশের কর্মকর্তা বলেন, খোকন নিজের সম্পর্কে তেমন কিছুই বলতে পারেননি। শুধু তার একটি ছেলে আছে বলে জানিয়েছেন।
পুনাক'র মানবিক উদ্যোগের প্রশংসা করে জুবায়ের শামীম তার ফেসবুক পেজে লিখেছেন, এখন পৃথিবী বড্ড সংকটের সময় পার করছে। এ সময়ে পুনাকের এ ধরনের কার্যক্রম আমাকে প্রবল আশাবাদী করে তুলেছে। পুনাকের জন্য অনেক শুভকামনা।
পুনাক পুলিশ পরিবারের একটি সংগঠন হলেও বর্তমান সভানেত্রীর নেতৃত্বে নিজেদের গণ্ডি পেরিয়ে বৃত্তের বাইরে গিয়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার এমন হাজারো উদাহরণ রয়েছে বাংলাদেশ পুলিশ এবং পুনাক'র।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসজেএ/আরএ