ময়মনসিংহ: হারিয়ে যাওয়া মা-বাবাকে খুঁজছে শিশু আলিফ (৮)। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার একটি ফেসবুক আইডিতে শিশু আলিফের ছবি পোস্ট করে তার মা-বাবার সন্ধানে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন।
তিনি জানান, আলিফ তার মা-বাবাকে হারিয়ে কান্নাকাটি করছিল নগরীর দিঘারকান্দা এলাকায়। খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানা মোড় এলাকায়। তার বাবার নাম কামাল এবং মায়ের নাম সুলতানা। এর বেশি কিছু শিশুটি জানাতে পারছে না।
ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, যাওয়া শিশু আলিফের পরিবারের সন্ধান জানার জন্যই ফেসবুকের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
আরএ