কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বারইপাড়ার একটি মাঠ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় সাগর আহম্মেদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা ফারুক জানান, সাগর পেশায় রাজমিস্ত্রির সহকারী। সোমবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় ড্রেন নির্মাণে জোগাল দিতে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বারইপাড়া মাঠে তার মরদেহ পাওয়া যায়।
ফারুক মণ্ডলের অভিযোগ, প্রতিবেশী মিলনের কাছে সাগরের টাকা পাওনা ছিল। গত চার মাস আগে এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মিলন ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আননুর জায়েদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআই