নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ মামুন (৫২), দিলীপ মিয়া (৫২) এবং ইমাম মেহেদী হাসান (২৪) নামে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে সোমবার (২৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ফরাজীকান্দা ও বেপারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় মামুন ও দিলীপের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন এবং মেহেদী হাসান ওরফে রিয়াদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এএটি