ঢাকা: রাজধানীর কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। নিহতদের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালের দিকে মা ও শিশু হাসপাতালে সামনে একটি ও অপরটি নতুন আলিবহর এলাকায়ে যে কোনো একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই দুই ব্যক্তি মারা যায়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তাদের সনাক্ত জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে দুর্ঘটনাগুলো কীভাবে হলো।
পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময় ঘণ্টা: ১৭২৫, আগস্ট ২৪, ২০২১
এজেডএস/এসআইএস