বরিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
গত ১০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে সই করেন।
আর জনস্বার্থে জারিকৃত ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়েছে। তবে এরপর দুই সপ্তাহ অতিবাহিত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদেই বহাল আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। জানা গেছে, জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে রিলিজ না দেওয়া পর্যন্ত এখানেই থাকছেন তিনি।
এদিকে দুই সপ্তাহ আগে তার বদলির আদেশ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এটি নতুন করে আলোচনায় এসেছে।
এর আগে বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে ব্যানার অপসারণে যায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা। রাত সাড়ে ৯টার দিকে তারা সেখানে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ব্যানার অপসারণে নিষেধ করা হয়। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা গুলি চালায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মামলা হয়ে বিষয়টি সমাধানের দিকেও গেছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমএস/এএটি