ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় মায়ের কোল থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
হাতিয়ায় মায়ের কোল থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌকায় ওঠার সময় মায়ের কোল থেকে নদীতে পড়ে লিমা আক্তার (২) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে অভিযান চালিয়েও শিশুটিকে পায়নি নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটন ঘটে।

নিখোঁজ লিমা আক্তার উপজেরার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মেয়ে লিমাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন রিনা বেগম। পথে মেয়েকে কোলে নিয়ে তিনি খেয়াঘাট থেকে নৌকায় উঠছিলেন। এসময় পাড় ভেঙে তার কোল থেকে লিমা ছিটকে পানিতে পড়ে যায়। এসময় সেখানে থাকা আরও ১০-১২ জন নদীতে পড়ে যান। পরে তারা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।