ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় অধ্যক্ষকে জুতাপেটা, অফিস সহকারী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
মঠবাড়িয়ায় অধ্যক্ষকে জুতাপেটা, অফিস সহকারী বরখাস্ত

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ গভর্নিং বডি।

মঙ্গলবার (২৪ আগস্ট) এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও কলেজ গভর্নিং বডি গঠিত একটি কমিটি রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এরআগে কলেজ গভর্নিং বডির এক জরুরি সভায় শিক্ষানুরাগী সদস্য আবু মোতালেব মধুকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে অধ্যক্ষের ওপর হামলার মামলায় একমাত্র আসামি অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে আদালত জামিন দিয়েছেন বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৬ আগস্ট অফিস চলাকালীন সাফা কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে কলেজ অধ্যক্ষকে জুতাপেটা করেন। এ ঘটনায় আহত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে পরদিন ১৭ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।