সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আট বছরের ছাত্রকে বলাৎকারের মামলায় আরিফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে শাহজাদপুর আমলি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত আরিফুল শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়া এলাকার সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, সোমবার (২৩ আগস্ট) দুপুরে ছাত্রটিকে বলাৎকারের অভিযোগে তার বাবা বাদী হয়ে শিক্ষক আরিফুলকে আসামি করে মামলা করেন। সোমবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটি সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত ২১ আগস্ট মাদরাসা থেকে বাড়ি আসে সে। সোমবার সকালে মা তাকে মাদরাসায় যেতে বলেন। কিন্তু শিশুটি তাতে রাজি না হয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে বলে, শিক্ষক আরিফুল গত ১৬ আগস্ট তাকে বাথরুমে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন। বিষয়টি জানার পরই শিশুটির বাবা মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআই