ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সে দেশের অব্যবহৃত জমি যৌথভাবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
দেশটির কৃষি, ভূমি সংস্কার ও পল্লী উন্নয়ন মন্ত্রী অ্যাঞ্জেলা থোকোডিদিজার সঙ্গে বৈঠককালে তিনি এ প্রস্তাব দেন।
বৈঠকে ড. মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকার প্রচুর অব্যবহৃত জমি রয়েছে। উভয় দেশ যৌথ উদ্যোগে সেখানে কৃষি প্রকল্প স্থাপন করতে পারে। বাংলাদেশের উদ্যোক্তাদের এ বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বাড়াতে আলোচনা হয়।
ড. মোমেন কৃষি ক্ষেত্রে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অর্জন করেছে সে সম্পর্কে অ্যাঞ্জেলা থোকোডিদিজাকে অবহিত করেন। তিনি প্রস্তাব দেন, মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি খাতে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা উভয় দেশের জন্য একটি লাভজনক পরিস্থিতি তৈরি করবে।
পররাষ্ট্রমন্ত্রী সেখানে কৃষি সহযোগিতা কেন্দ্র স্থাপনের জন্য দক্ষিণ আফ্রিকার কাছে প্রস্তাব দেন। যার নাম হতে পারে বঙ্গবন্ধু-ম্যান্ডেলা কৃষি গবেষণা কেন্দ্র।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী অ্যাঞ্জেলা থোকোডিদিজা বলেন, উভয় পক্ষই কৃষিখাতে সহযোগিতায় বিস্তারিত আলোচনার জন্য কৃষি বিশেষজ্ঞ নিয়োগ করতে পারেন।
এ সময় তিনি বাংলাদেশের কৃষি খাতে ক্ষুদ্র ঋণ কীভাবে সাহায্য করছে- তা জানতে চান। পররাষ্ট্রমন্ত্রী তাকে এ বিষয়ে অবহিত করেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
টিআর/আরআইএস