ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দর্শনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
দর্শনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় কাজল হোসেন নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে দর্শনা-জীবননগর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

কাজল ওই উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত ফিদুল মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জীবননগর থেকে মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে আসছিলেন কাজল। পথে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কাজল। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতা ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।