ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মায়ের কবরে শ্রদ্ধা জানালেন পাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
মায়ের কবরে  শ্রদ্ধা জানালেন পাপন

ঢাকা: একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকার বনানী কবরস্থানে মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আইভি রহমানের ছেলে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

  

এ সময় উপস্থিত ছিলেন এম এ রাজ্জাক খান রাজ (চেয়ারম্যান- মিনিস্টার গ্রুপ, ভাইস প্রেসিডেন্ট- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), সদস্য- কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি, আওয়ামী লীগ) সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা। সবাই প্রয়াত এই নেত্রীর রূহের মাগফিরাত কামনা করেন।

 

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন।

বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।