ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকাডুবি: বাবা-মার মৃত্যুর একদিন পর সন্তানের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
নৌকাডুবি: বাবা-মার মৃত্যুর একদিন পর সন্তানের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা উল্টে মারা যাওয়া দম্পতির নিখোঁজ সন্তান মারিয়া'র(৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তিতাস নদীর পাড়ে ভেসে ওঠে শিশু মারিয়ার মরদেহ।

 

এর আগে সোমবার উপজেলার মহল্লা-উরুখুলিয়া এলাকায় স্পিডবোটের ঢেউয়ে উল্টে যায় নৌকাটি। এতে উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫) তিতাস নদীতে পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ ছিল তাদের সাত বছরের সন্তান মারিয়া। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে নবীনগর দমকল বাহিনীর সদস্যরা।  

নবীনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, 'নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে সোমবার আমরা উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমরা শিশুটিকে উদ্ধার করতে তল্লাশি চালাই। সন্ধ্যায় শিশুটির মরদেহ নদীর তীরে ভেসে ওঠে।  

এদিকে মঙ্গলবার সকালে মারা যাওয়া দম্পতি রিয়াদ-লিজাকে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।