ফেনী: ফেনীতে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলী (২৮) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল মঙ্গলবার (২৪ আগস্ট) দিনগত রাতে তার জবানবন্দি রেকর্ড করেন।
আদালতে রোকেয়া আক্তার শিউলী বলেন, গত কিছু দিন থেকে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া ও পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যে চলে আসছিল। মাঝে মাঝেই নিজেদের মধ্যে ঝগড়া হতো। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বামী মো. সোহেল উত্তেজিত হয়ে তাকে উচ্চ স্বরে তালাক দেয়। এ সময় শিউলী ক্ষিপ্ত হয়ে বাসায় থাকা দা দিয়ে স্বামীকে কোপানো শুরু করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহেল। তখন তিনি তার ছোট দুটি সন্তান (ছেলে-৭ ও মেয়ে-৪) নিয়ে বাবার বাড়ির কথা বলে বাসা থেকে বের হয়ে যান। তারা ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের (নাজির রোড) ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, দুবাই প্রবাসী মো. সোহেলকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলী দুই সন্তানকে নিয়ে পালিযে যান।
প্রবাসী সোহেল খুনের ঘটনায় শুক্রবার রাতে তার মা নিরালা বেগম বাদী হয়ে শিউলীকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার সন্ধ্যায় শিউলীকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের নারানকরা জামেয়া ইসলামিয়া মাদরাসার পাশে তার চাচা ছুট্টু মিয়ার বাসা থেকে আটক করে র্যাব। তখন দুই শিশু সন্তানকে উদ্ধার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত দা রাতে বাসার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, গত রোববার রোকেয়া আক্তার শিউলীকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার শিউলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পারিবারিক সূত্র জানায়, নিহত সোহেল প্রায় ১২ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বসবাস করতেন। প্রায় ৮ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। গত ১৬ জুলাই দুবাই থেকে সোহেল দেশে আসেন। এরপর থেকে সোহেলের পরকীয়া সম্পর্ক নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হতো।
স্ত্রী শিউলী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবদুল মজিদের মেয়ে এবং সোহেল একই উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসএইচডি/আরএ