ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
উল্লাপাড়ায় ট্রাকচাপায় ৩ জন নিহত দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ তিন জন নিহত হয়েছেন।  

বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কের পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাঁদের ছেলে হায়দার আলী (৫০), একই গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৩০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।  

স্থানীয়রা জানায়, সকালে দুইজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান পাঁচলিয়া এলাকায় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় রাজশাহীগামী রড বোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও দুই যাত্রী মারা যায়।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় শনাক্ত করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।