সিলেট: সিলেটে নদী পারাপারের সময় ভারতীয় মদের চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর এলাকায় পরগনা বাজার রাস্তা সংলগ্ন সুরমা নদীর তীর থেকে ২৮৫ বোতেলের মাদকের চালানটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুরমা নদী দিয়ে ছাতক থেকে নৌকাযোগে মদের চালানটি লামাকাজীতে নিয়ে আসেন মাদক চোরাচালানিরা। ঘটনাস্থল বিশ্বনাথের পরগনা বাজার রাস্তা সংলগ্ন সুরমা নদীতে নৌকা থেকে সিএনজি অটোরিকশায় মদের চালান ওঠানোর সময় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় দু’জনকে গ্রেফতার করলেও অপর তিনজন পালিয়ে যান।
আটকরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে সাহেল মিয়া ও একই গ্রামের মৃত আলী আকবরের ছেলে সিএনজি অটোরিকশা চালক আনহার আলী।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুর আলম জানান, জব্দকৃত ২৮৫ বোতল মদের মধ্যে রয়েছে ২১৮ পিস অফিসার চয়েজ, ২২ পিস মেগডুয়েন্স ও ৪৫ পিস এসিপ্লাডা ভারতীয় মদ। সেই সঙ্গে মাদক বহনকারী ট্রলার এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এনইউ/এমআরএ