ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সরোয়ার কামাল লিটন (৫৬) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিনগত রাত ২টারে দিকে অচেতন অবস্থায় কারাগার থেকে লিটনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৫ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল বাংলানিউজকে জানান, লিটন ময়মনসিংহ জেলার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম ফজলুল করিম। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।