ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সরোয়ার কামাল লিটন (৫৬) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দিনগত রাত ২টারে দিকে অচেতন অবস্থায় কারাগার থেকে লিটনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বুধবার (২৫ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল বাংলানিউজকে জানান, লিটন ময়মনসিংহ জেলার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম ফজলুল করিম। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এজেডএস/আরআইএস