ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আদালতে ওসি প্রদীপের ফোনালাপ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
আদালতে ওসি প্রদীপের ফোনালাপ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বাদী ও এক নম্বর সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌসের সাক্ষ্যগ্রহণের সময় কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার কারণে এক এসটিআইসহ তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

একই ঘটনায় ওসি প্রদীপকে সতর্ক করেন দেন আদালত।



আদালত সূত্র জানায়, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় গত সোমবার মোবাইল ফোনে কথা বলছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এরকম একটি ছবি নিয়ে সোস্যাল মিডিয়ায় চলে আসলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় আদালতে দায়িত্বে অবহেলার কারণে এক এসটিআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। তিনি বলেন, এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।