ঝিনাইদহ: ইস্টওয়েস্ট মিডিয়ার চার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
এসময় বক্তব্য দেন- ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দোলোয়ার কবির, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সম্পাদক কে এম সালেহ, আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলম, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজুসহ অন্যান্যরা।
১৮ আগস্ট কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।
এ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তারা সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসআই