খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গত রাতের (২৪ আগস্ট) টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো।
বুধবার (২৫ আগস্ট) সরেজমিনে মুসলিমপাড়া, গঞ্চপাড়া, শান্তিনগর, কালাডেবা, বটতলী এলাকার গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
বন্যা দুর্গতদের জন্য খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র এবং তাদের জন্য পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এদিকে জেলার শালবন, সবুজবাগে পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক ও কালভার্ট
খাগড়াছড়ি পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী বাংলানিউজকে জানান, পানিবন্দি মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। সেখানে আমরা খাবারের ব্যবস্থা করেছি। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এডি/এএটি