কুষ্টিয়া: কুষ্টিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত স্বামী-স্ত্রীর মধ্যে আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবু বক্কর দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা (৩০) গুরুতর আহত হন। তখন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে আবু বক্করকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় দৌলতপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় আবু বক্কর ও তার স্ত্রী মধুবালা আসামি ছিল। আবু বক্কর মারা গেলেও মধুবালা পলাতক অবস্থায় বেঁচে আছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিক বাংলানিউজকে জানান, বোমা বিস্ফোরণে আহত আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
>>>কুষ্টিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত, আটক ৩
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনটি