ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে রাসেল মির্জা (৩২) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রাসেল চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা।
বিমানবন্দর রেলস্টেশনের ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ট্রেনে করে রাসেল ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে এসে নামে। পরে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়। এসময় তার ট্রাভেল ব্যাগ থেকে এক হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই মাদক ট্যাবলেটগুলো রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।
এসআই আমিনুল আরো জানান, এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এজেডএস/কেএআর