ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বন্যার পানি থেকে বাঁচতে ৯৯৯-এ কল, উদ্ধার ৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
বন্যার পানি থেকে বাঁচতে ৯৯৯-এ কল, উদ্ধার ৩ জন ...

খাগড়াছড়ি: ৭ ঘণ্টার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এ সময় অপর্ণা চৌধুরী পাড়ায় বন্যার পানিতে আটকে পড়ে একটি পরিবারের তিন সদস্য।

পরে তাদের উদ্ধার করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন স্থানীয়রা।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

বুধবার (২৫ আগস্ট) সকালে জোহরা বেগম (৭০), নাজমা বেগম (৩২) এবং রিয়া আক্তার (৩২) নামে তিন জনকে উদ্ধার করা হয়।

জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় সকাল থেকে বিভিন্ন এলাকার নদী তীরবর্তী মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানি থেকে বাঁচতে অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

এছাড়া পানিবন্দি অবস্থায় আটকে যাওয়ায় অনেকে সাঁতার কিংবা নৌকায় করে অন্যত্র আসতে পারলেও শহরের অপর্ণা চৌধুরী পাড়ার একটি পরিবারের তিন সদস্য বন্যার পানিতে আটকে যায়। পরে তাদের উদ্ধারের জন্য স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে।

এ বিষয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, জরুরি সেবা নম্বর থেকে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। টানা বর্ষণে পানি বাড়লেও বন্যার পানি কমে যাবে এ আশায় তারা ঘর থেকে বের হননি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।