চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরের সঙ্গে শিবগঞ্জ উপজেলার কানসাট যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড়ে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌডালা ইউনিয়নের আসতার রহমান সেতু পার হয়ে চৌডালা কলেজ ও মাদরাসার মধ্যবর্তীস্থানে ব্যাপক খানা-খন্দের সৃষ্টি হওয়ায় ছোট ছোট যানবাহন ও মানুষ চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে। বর্ষার মৌসুম হওয়ায় গর্তগুলোতে পানি জমে রয়েছে। রাস্তায় বড় বড় যানবাহন চলাচলের কারণে পানি ও ধুলোবালি মিশিয়ে কাদার সৃষ্টি হয়েছে। ফলে চলাচলসহ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম বাংলানিউজকে বলেন, আসলেই সড়কটি চলাচলের উপযোগী নয়। বর্তমানে মানুষ চলাচল ও যানবাহন চলাচলের জন্য আমরা ভরাট দিয়ে সড়কটিকে সমান্তরাল করার চেষ্টা করছি। ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা সরেজমিন পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।
সড়ক ও জনপথ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল উদ্দিন বাংলানিউজকে জানান, সড়ক ও জনপথ বিভাগ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির তালিকা প্রস্তুত করেছে। যেহেতু বর্ষার মৌসুম তাই মেরামতকাজ একটু বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত পর্যায়ক্রমে এই জেলার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও সংস্কার করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনটি