ঢাকা: ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক মিশন খোলার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি এম প্যান্ডোরের সঙ্গে এক বৈঠকে এ অনুরোধ করেন।
বুধবার (২৫ আগস্ট) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ কে আব্দুল মোমেন। বৈঠকে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান তিনি। একইসঙ্গে আইসিটি, পোশাক ও ওষুধ সেক্টরে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠক শেষে দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে উভয়পক্ষ একটি যৌথ বিবৃতিতে সই করে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
টিআর/ওএইচ/